Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ এখন যা পাবে সবই বোনাস: হাথুরুসিংহে

স্পোর্টস ডেস্ক
২০ জুন ২০২৪ ১২:৫২

গ্রুপ পর্বের রোমাঞ্চকর তিন জয়ে টি-২০ বিশ্বকাপের সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে অ্যান্টিগাতে আগামীকাল ২১ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগে বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলছেন, বিশ্বকাপে যা অর্জন করার এরই মাঝে করে ফেলেছে বাংলাদেশ। সুপার এইটে দল যা পাবে সবই তার চোখে ‘বোনাস’!

হাথুরু জানিয়েছেন, সুপার এইটে ওঠাই প্রথম লক্ষ্য হওয়ায় এই রাউন্ডের সব অর্জনই তার কাছে হবে অতিরিক্ত পাওয়া , ‘সুপার এইটে ওঠা ছিল এই টুর্নামেন্টে আমাদের প্রথম লক্ষ্য। আমরা সেটা অর্জন করতে পেরেছি। বোলাররাই আমাদের টিকিয়ে রেখেছে। আমরা কন্ডিশন বুঝে খেলেছি, এটাকে নিজেদের পক্ষে ব্যবহারও করতে পেরেছি। সুপার এইটে আসতে পেরে আমরা খুবই খুশি। এখান থেকে যেকোনো প্রাপ্তিই হবে বোনাস। তিন দলকেই আমরা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

সুপার এইটের প্রথম দুই ম্যাচেই দেখা গেছে রান বন্যা। গ্রুপ পর্বের পিচের চেয়ে এই রাউন্ডের পিচ বেশ আলাদা, সেটার আঁচ শুরুতেই পাওয়া গিয়েছে। হাথুরু বলছেন, পিচ নিয়ে বেশি ভাবছেন না তিনি, ‘অনেক জায়গাতেই ব্যাটারদের জন্য পিচ চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। পিচের চরিত্র বুঝাও কঠিন। আমরা ভেবেছিলাম সেন্ট ভিনসেন্টের পিচ ভালো হবে, তবে সেটা অনেক কঠিন হয়ে উঠল। সেটা বেশি বোলিংবান্ধব হয়ে গিয়েছিল। আমাদের পরিকল্পনা হচ্ছে পিচ যেমনি হোক, ব্যাটিং-বোলিংয়ে শুরুটা ভালো করতে চাই।’

পিচ ও কন্ডিশনের উপরে একাদশেও পরিবর্তন আসতে পারে বলে আভাস দিলেন হাথুরু, ‘একাদশ পিচ ও কন্ডিশনের উপরে নির্ভর করছে। অস্ট্রেলিয়ার সীমাবদ্ধতাও আমরা আমলে নেব ও নিজেদের শক্তি বুঝে খেলব। ম্যাচের আগে এসব নিয়েই ভাবা হবে।’

বিজ্ঞাপন

 

সারাবাংলা/এফএম

চন্ডিকা হাথুরুসিংহে টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর