অ্যান্টিগায় মোস্তাফিজের কাটার কার্যকর হবে না: ওয়ার্নার
২০ জুন ২০২৪ ০৭:৪৩ | আপডেট: ২০ জুন ২০২৪ ০৭:৪৬
আইপিএলে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলার সুবাদে দুজনের মাঝে সখ্যতা গড়ে উঠেছে অনেক আগেই। মোস্তাফিজ ও ওয়ার্নার একে অন্যের খেলাটাকেও বেশ ভালোভাবেই চেনেন। ২১ জুন টি-২০ বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে ওয়ার্নার বলছেন, অ্যান্টিগার পিচে মোস্তাফিজের কাটার খুব বেশি ভোগাবে না অজিদের।
এবারের বিশ্বকাপে দারুণ ফর্মে আছেন মোস্তাফিজ। ৪ ম্যাচে ১৬ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৫৪। ইকোনমি রেট ৪ এর নিচে, উইকেট নিয়েছেন ৭টি। গুরুত্বপূর্ণ মুহূর্তে তার দুর্দান্ত বোলিং বাংলাদেশকে জয় এনে দিয়েছে।
ওয়ার্নার বলছেন, অ্যান্টিগার উইকেটে মোস্তাফিজের কাটার তেমন কাজে দেবে না, ‘সে যেভাবে বল করে তা হয়তো এই উইকেটে তেমন একটা টার্ন করবে না। আমরা জানি আমাদের সামনে কি আসতে চলেছে। নামিবিয়ার বিপক্ষে এখানে উইকেট যেমনটা মনে হয়েছে, এবার সেটার ঠিকঠাক ব্যবহার করতে পারলেই চলবে।’
মোস্তাফিজসহ বাংলাদেশের বাকি বোলারদের নিয়ে তাও সতর্ক থাকবেন অজিরা, জানালেন ওয়ার্নার, ‘এই পিচে খেলার সুবিধা হচ্ছে অন্য মাঠের তুলনায় এখানে ট্রু উইকেট। বাংলাদেশের বোলাররা যে লেন্থে বল করে সেটা এখানে খেলতে সমস্যা হবে না। তবে বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেকবার খেলেছি। তাদের পরিকল্পনা আমরা বুঝতে পারি। তাদের ভালো বোলিং আক্রমণ আছে, যার নেতৃত্ব দেয় মোস্তাফিজ।’
সারাবাংলা/এফএম