Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের দিন বের হয়ে নিখোঁজ, পরদিন মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ২০:৪৮ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০৩:১০

প্রতীকী ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পিয়ারাতলা গ্রামের ইটভাটার পেছন থেকে খায়রুল বাসার (৫৪) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঈদের দিন বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফিরে যাননি।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়। খায়রুল বাসার পিয়ারাতলা গ্রামের মরহুম আব্দুর রহিম মন্ডলের ছেলে। তিনি অসুস্থ হয়ে মারা গিয়ে থাকতে পারেন বলে পুলিশ ধারণা করছে।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, খায়রুল বাসার সোমবার (১৭ জুন) ঈদের দিন বিকেলে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি। মঙ্গলবার দুপুরে এলাকাবাসী পিয়ারাতলা গ্রামের মা-বাবা ইটভাটার পেছনে খায়রুলের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

ওসি বলেন, পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মরদেহের গায়ে আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, শারীরিকভাবে অসুস্থ হয়ে তিনি মারা গেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

মরদেহ উদ্ধারের খবর পেয়ে চুয়াডাঙ্গা পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সারাবাংলা/টিআর

চুয়াডাঙ্গা মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর