যশোরে আগুনে পুড়ল দোকান-বসতঘর
১৮ জুন ২০২৪ ২০:৩৫ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০৩:০৪
যশোর: যশোরের শহরতলীর বাহাদুরপুর মেহগনি তলায় বাজারে একটি দোকান থেকে আগুন লেগে কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে দোকানসংলগ্ন কয়েকটি বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুনে হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মঙ্গলবার (১৮ জুন) সকাল পৌনে ১০টার দিকে যশোর-মাগুরা-ঢাকা মহাসড়কর পাশে একটি ভাঙারির দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ১০টার দিকে প্রথমে আলামিনের ভাঙারির দোকানে আগুন লাগে। আগুনে দোকানের শতাধিক মণ কাগজ, বই-খাতা ও প্লাস্টিক দ্রব্য পুড়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। এ সময় মহাসড়কের দুপাশে শতাধিক যাবাহন আটকা পড়ে। পরে আগুন নিয়ন্ত্রণে এলে পুলিশের একাধিক টিমের সহায়তায় সড়কের যানজট দূর করা হয়।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে সড়কের পাশের অন্তরা সিমেন্টের দোকান ও আলামিনের ভাঙারির দোকান ছাড়িয়ে পাশের দুটি বাড়ির ক্ষতি হয়েছে। পুড়ে গেছে টিনের চালসহ মালামাল। আব্দুস সালামের পুরাতন টায়ারের দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের টেকনিশিয়ান পিন্টুর দোতলা বাড়ির টিন ও আসবাবপত্রও পুড়ে গেছে। এ ছাড়া মজুমদার পিরের বাড়ি ও আখতারুজ্জামান আক্তারের সততা ট্রেডার্সের গুদামের প্লাস্টিকের ট্যাংক পুড়ে গেছে।
সারাবাংলা/টিআর