Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বৃষ্টি উপেক্ষা করে ড্রিম হলিডে পার্কে উপচে পড়া ভিড়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ১৬:৩০ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০২:৩৩

ঈদের দ্বিতীয় দিন ড্রিম হলিডে পার্কে ছিল মানুষের উপচে পড়া ভিড়। ছবি: সারাবাংলা

নরসিংদী: ঈদ আনন্দে মুখরিত নরসিংদীর ড্রিম হলিডে পার্ক। বৈরী আবহাওয়া উপেক্ষা করে ঈদের দ্বিতীয় দিন সকাল থেকেই পার্কে ছিল দর্শনার্থীদের ভিড়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভিড় আরও বেড়েছে। নরসিংদীসহ আশপাশের এলাকার সব মানুষ যেন ঈদ আনন্দ উপভোগ করতে ভিড় জমান এই পার্কে।

মঙ্গলবার (১৮ জুন) দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে মুখরিত হয়ে ওঠে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে নরসিংদীর পাঁচদোনার চৈতাবতে অবস্থিত ড্রিম হলিডে পার্ক। আকর্ষণীয় রাইডের পাশাপাশি পার্কে বর্ণিল সাজে ছড়িয়ে পড়ে ঈদের আমেজ।

বিজ্ঞাপন

ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, বুলেট ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার, সুইং চেয়ার, স্পিডবোট ও ভূতের রাজ্যসহ ২৫টি রাইডে চড়ে উচ্ছ্বাসে মেতে উঠছিলেন সব বয়সী দর্শনার্থীরা। ৩৫০ টাকা প্রবেশ ফি-এর সঙ্গে রাইডভেদে দর্শনার্থীদের গুনতে হয়েছে ৬০ টাকা থেকে শুরু ৩৫০ টাকা পর্যন্ত।

তবে টাকা খরচ হলেও পার্কে ঘুরে সন্তুষ্টিই জানাচ্ছেন দর্শনার্থীরা। তারা বলছেন, মূলত ঈদের আনন্দ পরিবার-বন্ধুদের সঙ্গে উপভোগ করতেই তারা এসেছেন ড্রিম হলিডে পার্কে। এখানকার বৈচিত্র্যময় রাইডগুলো তাদের অনেক আনন্দ দিয়েছে।

ড্রিম হলিডে পার্কের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রবীর কুমার সাহা বলেন, আন্তর্জাতিক মানের এই পার্ক প্রতি বছরই দর্শনার্থীদের জন্য ঢেলে সাজানো হয়। এবারও ব্যতিক্রম নয়। নতুন রাইড যোগ করা হয়েছে। পুরনো রাইডগুলোও আধুনিক নকশায় সাজানো হয়েছে। সার্বিক নিরাপত্তাও জোরদার করা হয়েছে।

প্রবীর কুমার আরও বলেন, ঈদুল আজহার দ্বিতীয় দিনে বরাবরই দর্শনার্থীদের ঢল নামে এখানে। আজ (মঙ্গলবার) সকাল থেকেই আবহাওয়া ছিল প্রতিকূল। সেই বৈরী আবহাওয়া সত্ত্বেও দেশি-বিদেশি প্রচুর পর্যটক ছুটে এসেছেন। আশা করি আগামী কয়েকদিনও মানুষের এমন ঢল অব্যাহত থাকবে। এখানে এসে তারা আনন্দ উপভোগ করতে পারলেই আমরা সন্তুষ্ট।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

টপ নিউজ ড্রিম হলিডে পার্ক নরসিংদী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর