Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাগরে গোসল করতে নেমে নিখোঁজ, ২৯ ঘণ্টা পর মিলল মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ২০:১৫ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০২:০৮

সোমবার সকালের দিকে নিখোঁজ হওয়ার পর মঙ্গলবার বিকেলে সমিতি পাড়া সৈকত এলাকায় ভেসে আসে কিশোর তারেকের মরদেহ। ছবি: সারাবাংলা

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ২৯ ঘণ্টা পর কিশোর মোহাম্মদ তারেকের (১৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। কক্সবাজার শহরের সমিতি পাড়া উপকূলের সৈকতে মরদেহটি ভেসে এসেছিল।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টায় মরদেহটি পাওয়া যায় বলে জানিয়েছেন জেলা প্রশাসনের পর্যটন সেলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। মৃত মোহাম্মদ তারেক ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়নের শাহ ফকির বাজার এলাকার জয়নাল আবেদীনের ছেলে।

বিজ্ঞাপন

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, সোমবার সকালে ঈদের নামাজ শেষে ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার সাত কিশোর সমুদ্র সৈকতে বেড়াতে আসে। সৈকতে ঘুরাঘুরির একপর্যায়ে কলাতলী ও সুগন্ধা পয়েন্টের মাঝামাঝি স্থানে গোসলে নামে তারা। এ সময় ভাটার টানে স্রোতে ভেসে যায় কিশোর তারেক। বন্ধুদের চিৎকারে সৈকতে উপস্থিত অন্যরা চেষ্টা করলেও তাকে তখন উদ্ধার করতে পারেনি।

মাসুদ রানা আরও বলেন, মঙ্গলবার বিকল সাড়ে ৫টার দিকে সমিতি পাড়া এলাকা থেকে একটি মরদেহ ভেসে আসার পাই। বিচ কর্মীদের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে তারেকের স্বজনরা এটি তারই মরদেহ বলে শনাক্ত করেন।

তারেকের মরদেহ কক্সবাজার সদর থানা পুলিশের হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সেটি স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

সারাবাংলা/টিআর

কক্সবাজার মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর