Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ২৩:২৩ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০১:৫৭

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার মাইনী সেতুতে মোটরসাইকেল দুর্ঘটনায় এক পর্যটক প্রাণ হারিয়েছেন। সড়ক সরু হওয়ায় ওই সেতুকে প্রায়ই দুর্ঘটনা ঘটে থাকে।

মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যার দিকে সাজেক থেকে ফেরার পথে মাইনী ব্রিজের ওপরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত রাজিব শেখ (২৫) চট্টগ্রামের জোরারগঞ্জ থানার খিল মুরারী গ্রামের শাহ আলম শেখের ছেলে।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মো. নুরুল হক বলেন, সাজেক থেকে সন্ধ্যার দিকে ফেরার পথে দিঘীনালার মাইনী ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা আরেকটি গাড়িকে সাইড দিতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।

ওসি আরও বলেন, আহত অবস্থায় রাজিবকে উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/টিআর

খাগড়াছড়ি সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর