Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোটরসাইকেলে বাসের ধাক্কায় প্রাণ গেল কলেজ শিক্ষার্থীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ২২:৩৯ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০১:৩০

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী রাজ। ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা সদরের বোয়ালমালী গ্রামে বাসের ধাক্কায় মোটরসাইকেলের আরোহী এক কলেজ শিক্ষার্থী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় ওই মোটরসাইকেলের আরেক আরোহী ও নিহতের বন্ধু গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৫টার দিকে বোয়ালমালী গ্রামের মসজিদের সামনে চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত হয়েছেন চুয়াডাঙ্গা পৌর এলাকার বুজরুকগড়গড়ি মাদরাসাপাড়ার ইজিবাইকচালক মজনুর ছেলে ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাজ (১৮)। গুরুতর আহত হয়েছেন একই গ্রামের কালাম মহরারের ছেলে সজিব (১৮)।

রাজ ও সজিবের প্রতিবেশী আব্দুল কাদের সোহান জানান, রাজের মরদেহ ময়নাতদন্ত শেষে রাতে বাড়ি নেওয়া হয়। আর আহত সজিবকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজের বন্ধু ফয়সাল জানান, সকালে পাঁচ-ছয়জন বন্ধুর সঙ্গে রাজ ও সজিব মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়া শহরে ঘুরতে গিয়েছিলেন। অন্যরা আগে ফিরলেও রাজ ও সজিব তাদের সঙ্গে ফেরেনি। পরে তারা ফেরার পথে দুর্ঘটনার শিকার হয়।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আনোয়ার হোসেন বলেন, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে যাওয়া আলমডাঙ্গাগামী যাত্রীবাহী চলন্ত রয়েল এক্সপ্রেস বিপরীত দিক তথা আলমডাঙ্গা থেকে চুয়াডাঙ্গাগামী মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা দুজনই গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথেই তাদের একজনের মৃত্যু হয়েছে।

ওসি আনোয়ার হোসেন বলেন, যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলটি পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ দুর্ঘটনায় চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/টিআর

চুয়াডাঙ্গা সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর