বাঘাইছড়িতে দুই সংগঠনের গোলাগুলি, বাসের হেলপার নিহত
১৮ জুন ২০২৪ ১৮:৩১ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০২:৩০
রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় দুটি আঞ্চলিক দলের সশস্ত্র কর্মীদের গোলাগুলিতে মো. নাঈম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে বাঘাইহাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত মো. নাঈম শান্তি পরিবহন নামের বাসের হেলপারের (সহকারী) কাজ করতেন। তার বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট এলাকায় বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, গুলিতে আহত হওয়ার পর তাকে মুমূর্ষু অবস্থায় দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বিকেল পৌনে ৪টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনায় দুলেই চাকমা ও চিক্কো চাকমা নামে দু’জন আহত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশের কাছে আহতের ঘটনার কোনো তথ্য নেই।
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. তনয় তালুকদার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আনা হয়েছে। তবে হাসপাতালে আনার আগেই সে পথে মারা গেছে।
পুলিশ জানিয়েছে, দুইটি আঞ্চলিক দলের গোলাগুলিতে একজন বাস হেলপার আহত হন। পরে দীঘিনালা হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় আহত ব্যক্তি মারা গেছেন।
রাঙ্গামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট এলাকায় দুইটি আঞ্চলিক দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় একজন আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য দীঘিনালায় নেওয়া হলে সেখানেই মারা যান। লাশ সেখানে আছে। এ ঘটনায় আরও আহত আছে কিনা সেই তথ্য এখনো আমাদের কাছে নেই।
এদিকে, বিকেলে এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
ইউপিডিএফ রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা বিবৃতিতে জানান, মঙ্গলবার বাঘাইহাট বাজার থেকে ব্যবসায়ীরা মালামাল কিনে উজো বাজার ও মাচালং বাজারে নিতে চাইলে ঠ্যাঙাড়ে সদস্যরা তাতে বাধা দেয়। এতে উক্ত ব্যবসায়ী ও এলাকার পাহাড়ি—বাঙালি সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয় এবং তার প্রতিবাদে পর্যটন সড়কে ও বাঘাইহাট বাজারে বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু ঠ্যাঙাড়েরা এক পর্যায়ে বিনা উসকানিতে জনতাকে লক্ষ্য করে গুলি চালালে শান্তি পরিবহনের এক হেলপার ঘটনাস্থলে নিহত এবং পাহাড়ি-বাঙালি বেশ কয়েকজন আহত হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক জুপিটার চাকমা বলেন, বাঘাইহাটে অবস্থানকারী আমাদের নিরস্ত্র কর্মীদের ওপর ইউপিডিএফ স্থানীয় জনতাকে ব্যবহার করে পরিকল্পিতভাবে হামলা করেছে। এসময় তাদের গুলিতে একজন নিরস্ত্র বাঙালি মারা গেছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে প্রশাসনের কাছে সাঁড়াশি অভিযান চালানোর জন্য জোর দাবি জানাই।
সারাবাংলা/আইই