Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাড্ডায় বাস চাপায় স্কুলছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জুন ২০২৪ ১৮:১৯ | আপডেট: ১৯ জুন ২০২৪ ০২:৩০

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় বাস চাপায় শিপু দাস (১৫) নামে এক  স্কুল ছাত্র মারা গেছে। সে সপ্তম শ্রেণিতে পড়তো।

মঙ্গলবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে মধ্য বাড্ডা লিৎফুন টাওয়ারের সামনের রাস্তায় ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় স্বজনরা স্কুল ছাত্রকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে স্কুল ছাত্রের মামা রিপন দাস বলেন, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার শেখপুরা গ্রামে। বর্তমানে উত্তর বাড্ডা এলাকায় পরিবারের সঙ্গে থাকত। তার বাবার নাম সুসান্ত দাস। বাড্ডা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র ছিল শিপু।

তিনি আরও জানান, বাসা থেকে সাইকেল নিয়ে ঘুরতে যায় শিপু। সঙ্গে তার এক বন্ধুও আলাদা সাইকেলে ছিল। মধ্য বাড্ডায় এক রিকশার সঙ্গে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যায় সে। এসময় একটি বাস চাপায় গুরুতর আহত হয়। পরে পুলিশেরর সহায়তায় শিপুকে ঢামেক হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মোঃ মাসুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/আইই

টপ নিউজ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর