মধ্য আমেরিকায় প্রবল বর্ষণে ১৩ জনের মৃত্যু
১৮ জুন ২০২৪ ১২:০৭
মধ্য আমেরিকায় প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় ও ভূমিধসে এল সালভাদর ও গুয়েতেমালায় ১৩ জনের প্রাণহানি হয়েছে। উভয় দেশের কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে।
মধ্য আমেরিকায় এই পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এল সালভাদরে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা প্রধান লুইস আমিয়া বলেছেন, পশ্চিমাঞ্চলীয় তাকুবা জেলায় সোমবার (১৭ জুন) ভূমিধসে পাঁচজন মারা গেছেন।
এর আগে, রোববার (১৬ জুন) রাজধানীতে আরও দুইজন নিহত হয়েছেন। গাছ ও খুঁটি উপড়ে একটি গাড়ির ওপর পড়লে নিহতের এই ঘটনা ঘটে।
আমিয়া আরও বলেছেন, শুক্রবার ও রোববারের মধ্যে বন্যা ও ভূমিধসে আরও চারজন প্রাণ হারিয়েছেন।
এই প্রেক্ষিতে দেশটির কংগ্রেস ত্রাণ সরবরাহের সুবিধার্থে জরুরি অবস্থা অনুমোদন করেছে।
এছাড়া দেশটির প্রেসিডেন্ট নায়িব বুকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, যাতায়াতসহ অন্যান্য ঝুঁকি এড়াতে তিনি মঙ্গলবার (১৮ জুন) ছুটি ঘোষণা করতে কংগ্রেসকে বলেছেন।
শনিবার থেকে উভয় দেশেই বৃষ্টি অব্যাহত রয়েছে। গুয়েতেমালায় পশ্চিম পৌরসভা সাকাপুলাসের চাচায়া গ্রামে ৫৯ বছরের এক নারী এবং ৬৮ বছরের এক পুরুষ দেয়াল চাপা পড়ে প্রাণ হারিয়েছে ন।
এদিকে ইকুয়েডরে ভূমিধসে প্রাণহানির সংখ্যা ৬ থেকে ৭ জনে দাঁড়িয়েছে এবং এতে ২২ আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মধ্য আমেরিকায় প্রতিবছর বর্ষা মৌসুমে শত শত মানুষ প্রাণ হারায় এবং অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়।
সারাবাংলা/ইআ