দুর্দান্ত পুরানে চলতি বিশ্বকাপের সর্বোচ্চ রান তুলল ওয়েস্ট ইন্ডিজ
১৮ জুন ২০২৪ ০৮:২২ | আপডেট: ১৮ জুন ২০২৪ ০৮:৩৪
দুই দলেরই সুপার এইট নিশ্চিত হয়েছে আগেই। গ্রুপ পর্বের শেষ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার হিসেব নিকেশও ছিল না। ওয়েস্ট ইন্ডিজ-আফগানিস্তান ম্যাচটা ছিল মূলত সুপার এইটের প্রস্তুতি। সেই প্রস্তুতিটা ব্যাট হাতে দারুণভাবেই সারল ক্যারিবিয়ানরা। নিকোলাস পুরানের দুর্দান্ত ৯৮ রানের সুবাদে আফগানদের বিপক্ষে ২১৮ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এটাই সর্বোচ্চ রান।
এবারের বিশ্বকাপে নিজেদের দুর্দান্ত বোলিং দিয়ে প্রতিপক্ষকে গুড়িয়ে দিয়েছেন রশিদ খানরা। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একেবারেই বর্ণহীন ছিলেন ফারুকি-রশিদরা। ম্যাচের প্রথম ওভার থেকেই তাদের উপরে চড়াও হয়েছেন ক্যারিবিয়ান ওপেনাররা। পাওয়ার প্লেতে জনসন চার্লসের ঝড়ো ব্যাটিংয়ে ১ উইকেট হারিয়ে ৮৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
চার্লসের ২৭ বলে ৪৩ রানের সুবাদে ৭ ওভারের মাঝেই ১০০ পেরোয় স্কোর। চার্লস ফিরলেও রানের গতি কমেনি। নিকোলাস পুরান ক্রিজে আসলে আরও আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে ওয়েস্ট ইন্ডিজ। পুরানের সাথে শাই হোপ ও রোভমান পাওয়েলদের ক্যামিওর সুবাদে ২০০ পেরোয় ওয়েস্ট ইন্ডিজের স্কোর। ৬ চার ও ৮টি ছক্কায় ৫৩ বলে ৯৮ রান করেন পুরান। সেঞ্চুরি থেকে ২ রান দূরে থাকতে আজমতউল্লাহর থ্রোতে রান আউট হয়েছেন তিনি।
শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ২১৮ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। এবারের আসরে এটিই সর্বোচ্চ স্কোর। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ স্কোর। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি পঞ্চম সর্বোচ্চ স্কোর। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারি ফজল ফারুকি আজকে উইকেটের দেখা পাননি, উইকেটশূন্য ছিলেন রশিদও। ১৪ রানে ২ উইকেট নিয়ে গুলবাদিন নাইব দলের সেরা বোলার।
.
সারাবাংলা/এফএম