ইউক্রেনকে উড়িয়ে দিয়ে ইউরো শুরু রোমানিয়ার
১৭ জুন ২০২৪ ২০:৫৪ | আপডেট: ১৭ জুন ২০২৪ ২১:১২
৮ বছর পর ইউরো খেলতে নেমেছিলেন তারা। ২০১৬ সালের পর ইউরোতে ফিরেই দুর্দান্ত এক জয় পেয়েছে রোমানিয়া। গ্রুপ ই এর ম্যাচে ইউক্রেনকে ৩-০ গোলে উড়িয়ে গিয়েই টুর্নামেন্ট শুরু করল রোমানিয়া।
দুই দল এর আগে প্রীতি ম্যাচ খেললেও প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে মুখোমুখি হয়েছিল এই প্রথমবার। গতবারের ইউরোতে সুযোগ না পাওয়া রোমানিয়া ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়ে ইউক্রেনের উপরে চড়াও হয়েছে। ম্যাচের ২৯ মিনিটে রোমানিয়াকে লিড এনে দেন নিকোল স্ট্যানচিউ। ৩৯ মিনিটে দ্বিতীয় গোল পেতে পারতেন তিনি। তবে কর্নার থেকে যাওয়া বল পোস্টে লেগে ফিরে এলে এক গোলের লিড নিয়েই বিরতিতে যায় রোমানিয়া।
দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড দ্বিগুণ করেন রোমানিয়া। জোরালো এক শটে লুনিনকে বোকা বানান রাভান মারিন। ৫৭ মিনিটে তৃতীয় গোল করে ইউক্রেনের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ডেনিস ড্রাগুস। মানের ক্রসে বল পেয়ে গোল করতে ভুল করেননি তিনি। ভিএআরের সাহায্য নেওয়া হলেও বহাল থাকে গোল।
ম্যাচের ৭৭ মিনিটে এক গোল শোধ করতে পারত ইউক্রেন। সুদাকোভের শট বাঁচিয়ে দেন রোমানিয়া কিপার নিতা। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে রোমানিয়া।
সারাবাংলা/এফএম