Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অনেক দূর এগিয়ে যাওয়ার আশা তানজিমের

স্পোর্টস ডেস্ক
১৭ জুন ২০২৪ ১৭:৫৬ | আপডেট: ১৭ জুন ২০২৪ ১৭:৫৭

অল্প রানে গুটিয়ে গিয়ে হারের শঙ্কা জেগেছিল। ঈদের সকালে বাংলাদেশকে লজ্জার হারের হাত থেকে রক্ষা করেছেন তিনিই। দুর্দান্ত পেস আক্রমণে নেপালকে একাই গুড়িয়ে দিয়েছেন তানজিম হাসান সাকিব। ৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তিনি। ম্যাচ শেষে সাকিব বলছেন, এই টুর্নামেন্টে অনেকদূর এগিয়ে যেতে চান তারা।

দুর্দান্ত নেপালে ১০৬ রানেই গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ। রান তাড়া করতে নেমে তানজিম সাকিবের দারুণ বোলিংয়ে দাঁড়াতেই পারেনি নেপাল। ডট বলের নতুন রেকর্ড গড়ে ৭ রানে ৪ উইকেট নিয়ে বাংলাদেশকে জিতিয়েছেন সাকিবই।

বিজ্ঞাপন

তানজিম সাকিব বলছেন, এই দলটা অনেকদূর এগিয়ে যাবে বলেই তার বিশ্বাস, ‘অবশ্যই আমি নিজেকে বিশ্বের সেরাদের মত প্রস্তুত করছি। আমি নিজের উপরে বিশ্বাস রাখি, দলের উপরেও বিশ্বাস রাখি। আশা করছি আমরা অনেকদূর এগিয়ে যাব ইনশাল্লাহ।’

অল্প রানের পুঁজি নিয়েও জয়ের আশা ছাড়েননি সাকিব, ‘আমরা কখনো আশা হারাইনি। কারণ আমরা জানি শেষদিকে মোস্তাফিজ ভাই আছেন। আমরা সবাই উনার উপরে ভরসা রাখি। ৪ ওভারে ৭ রানে ৩ উইকেট নিয়েছেন। ১৯তম ওভারটা মেইডেন দিয়েছেন। আমাদের বিশ্বাস ছিল শেষ পর্যন্ত ম্যাচটা বের করে আনতে পারব।’

নিজের উপরে আত্মবিশ্বাসটা সবসময়ই রাখেন সাকিব, ‘হারের আগে হেরে না যাওয়ার বিষয়টা গুরুত্বপূর্ণ। আমি কখনোই চিন্তা করব না যে আমি হেরে গেছি। হেরে গেলে সেখান থেকে কি শেখার আছে, সেটাই ভাবি। খারাপ দিন থেকে কি শিখতে পারি সেটাও। এই কারণেই হয়তো আমার কথার মাঝে আত্মবিশ্বাস খুঁজে পায় সবাই।’

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ

বিজ্ঞাপন

জীবন থামে সড়কে — এ দায় কার?
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৫২

বাসচাপায় ২ কলেজছাত্র নিহত
৮ জানুয়ারি ২০২৫ ১৮:৩৮

আরো

সম্পর্কিত খবর