Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জমি নিয়ে বিরোধ, ভাতিজার হাতে চাচা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ জুন ২০২৪ ২১:৪৭ | আপডেট: ১৭ জুন ২০২৪ ০০:৫২

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার হাটশ-হরিপুরে জমি নিয়ে বিরোধের সূত্র ধরে ভাতিজা মাসুদ প্রামানিক বিশ্বাসের (৪৩) বটির কোপে চাচা বাদশা প্রামানিকের (৬০) মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে হাটশ-হরিপুরের আমজাদ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, চাচা বাদশার সঙ্গে ভাতিজা মাসুদের জমি নিয়ে বিরোধ দীর্ঘ দিনের। এ নিয়ে তাদের মধ্যে একাধিক বার মারামারিও হয়েছে। এর মধ্যে রোববার সকালে মাসুদের ফ্রিজে খাবার রাখেন বাদশার স্ত্রী। সে খাবার আনতে গেলে মাসুদ ও বাদশার স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। পরে বিতণ্ডায় জড়িয়ে পড়েন মাসুদ ও বাদশা। একপর্যায়ে মাসুদ বটি দিয়ে চাচা বাদশাকে কোপ দেন।

এলাকাবাসী গুরুতর জখম অবস্থায় বাদশাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আলমগীর বলেন, ফ্রিজে তরকারি রাখা নিয়ে ভাতিজার সঙ্গে চাচার কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা চাচাকে বটি দিয়ে কোপ দেন। হাসপাতালে নেওয়ার পথেই চাচার মৃত্যু হয়।

সারাবাংলা/টিআর

কুষ্টিয়া খুন জমি নিয়ে বিরোধ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর