ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ২
১৬ জুন ২০২৪ ১৬:১৬ | আপডেট: ১৬ জুন ২০২৪ ২১:১৮
বরিশাল: বরিশাল নগরীর গড়িয়ারপাড়ে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৬ জুন) সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের কাশিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুয়াকাটা-ঢাকা রুটের ব্যাপারী পরিবহণের চালকের সহকারী মো. সোহাগ (১৯) ও কুমিল্লার বাসিন্দা অজ্ঞাতনামা সুপারভাইজার।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ঢাকা থেকে আসা একটি বাস যাত্রী নিয়ে বরিশালের নথুল্লাবাদ টার্মিনালের দিকে যাচ্ছিল। তখন গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাক মহাসড়কে থামান ছিল। এ সময় দ্রুতগতির বাসটি থেমে থাকা ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটি ছিটকে পাশের পুকুরে পড়ে যায়। বাসের সামনে অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, এ ঘটনার পর বাসের ও ট্রাকের চালককের সন্ধান পাওয়া যায়নি। তবে সড়ক থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সবকিছু স্বাভাবিক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ২
সারাবাংলা/ইআ