সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ নিহত ২
১৬ জুন ২০২৪ ১৩:৪৬ | আপডেট: ১৬ জুন ২০২৪ ১৮:০৮
বরিশাল: বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে সিএনজি-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন।
রোববার (১৬ জুন) ভোরে ঝালকাঠির নলছিটি উপজেলার মগড় ইউনিয়নের রায়াপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ঝালকাঠির রাজাপুর উপজেলার উত্তমাবাদ এলাকার বাসিন্দা আবদুল হকের ছেলে সিএনজি চালক চালক মো. আলামিন (৩৫) ও পিরোজপুর জেলার দাউদখালি ইউনিয়নের মৃত মফিজ উদ্দিনের ছেলে আলতাফ মুন্সী (৭০)।
স্থানীয়রা জানান, বরিশাল থেকে ঝালকাঠির উদ্দেশে ছেড়ে আসা একটি সিএনজি বরিশাল-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের রায়াপুর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক আলামিন ও যাত্রী আলতাফ মুন্সী গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ আলী জানান, সিএনজিটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সারাবাংলা/ইআ