বৃষ্টিতে পরিত্যক্ত ভারত-কানাডা ম্যাচ
স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪ ২১:৩৯ | আপডেট: ১৫ জুন ২০২৪ ২১:৪৩
১৫ জুন ২০২৪ ২১:৩৯ | আপডেট: ১৫ জুন ২০২৪ ২১:৪৩
ফ্লোরিডায় বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল আগের দুই ম্যাচ। ভারত-কানাডা ম্যাচও শেষ পর্যন্ত টস পর্যন্ত গড়াতে পারল না। বৃষ্টি ও ভেজা আউটফিল্ডের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়েছে ম্যাচটি।
কয়েকদিন ধরেই পুরো ফ্লোরিডাজুড়ে তুমুল বৃষ্টি। বাজে আবহাওয়ার কারণে এই ভেন্যুতে বিশ্বকাপের দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। ভারত-কানাডা ম্যাচ নিয়েও ছিল তাই শঙ্কা। শেষ পর্যন্ত ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে হয়নি টস। টসের জন্য প্রায় দেড় ঘণ্টা কয়েকবার মাঠ পর্যবেক্ষণ করেছেন আম্পায়াররা। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
সারাবাংলা/এফএম