Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টমার্টিনের পরিস্থিতি নিয়ে সরকারের কথা বলা উচিত: জি এম কাদের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ২২:০৩ | আপডেট: ১৬ জুন ২০২৪ ০৩:২৫

রংপুর: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, ‘মিয়ানমার সেন্টমার্টিনের কাছে যুদ্ধজাহাজ নিয়ে দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে। তাই এমন পরিস্থিতি নিয়ে সরকারের জনগণের সামনে কথা বলা উচিত।’

শনিবার (১৫ জুন) বিকেলে ৪দিনের সফরে রংপুরে এসে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘মিয়ানমার যদি সেন্টমার্টিন দখলে নেয় তবে সেটি বাংলাদেশ সরকার কোনো মহত্বের কারণে ছাড় দেবে কি না, সেটা সম্পর্কে আমরা জানি না। কিন্তু এই বিষয়ে উদ্বেগ নেই সরকারের। বিভিন্নভাবে তারা আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীও চুপচাপ। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি সত্যিই দুঃখজনক।’

মিয়ানমার এর আগে রোহিঙ্গাদের বোঝা বাংলাদেশে চাপিয়েছে উল্লেখ করে জি এম কাদের বলেন, ‘এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। আমাদের দায়িত্ব সার্বভৌমত্ব রক্ষা করা। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম।’

বর্তমান বাজেটকে ‘দুর্বৃত্ত সহায়ক’ উল্লেখ করে বিরোধী দলীয় নেতা বলেন, ‘এ বাজেটের মাধ্যমে দুষ্টের পালন ও শিষ্টের দমন হয়েছে। সরকারের লোকজন লুটপাট করে ধনী হচ্ছে এবং সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে।’

এ সময় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক আলাউদ্দিন মিয়াসহ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

জি এম কাদের টপ নিউজ সেন্টমার্টিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর