Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সেন্টমার্টিনে সরকারি সহায়তার চাল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ১৯:৪১

কক্সবাজার: প্রবল দ্বীপ সেন্টমার্টিনের ২ হাজার ৩০৩ পরিবারের মধ্যে সরকারি সহায়তার চাল বিতরণ শুরু করা হয়েছে। মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত ও নাফনদীতে সেন্টমার্টিনগামী নৌযানে গুলি চালানোর কারণে সৃষ্ট পরিস্থিতিতে গতকাল শুক্রবার কক্সবাজার শহর থেকে এমভি বার আউলিয়া জাহাজে করে এসব চাল নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ১১টার ‍দিকে দ্বীপে গিয়ে পৌঁছে এই জাহাজ।

পরে শনিবার (১৫ জুন) সকাল থেকে চলছে এসব চাল বিতরণ। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, বঙ্গোপসাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় জেলে প্রতি সরকারি চাল বিতরণের জন্য বরাদ্দ থেকে সেন্টমার্টিন দ্বীপের ৭৯৯ জন জেলে জনপ্রতি ৫৬ কেজি চাল পাচ্ছেন। ভিজিডির জনপ্রতি ৩০ কেজি করে পাচ্ছেন ৭৭২ জন, ভিজিএফের ১০ কেজি করে পাচ্ছেন ৫৩২ জন ও ঘূর্ণিঝড় রেমালের জেলা প্রশাসন থেকে প্রাপ্ত ১০ কেজি করে ২০০ জনকে চাল দেওয়া হচ্ছে। কয়েকদিনের মধ্যে বিতরণ শেষ হবে এমনটা আশা করছি।

চেয়ারম্যান জানান, গত কয়েকদিন ধরে সেন্টমার্টিন দ্বীপে খাদ্যপণ্য সংকট চলছিল। এসব খাদ্য পণ্য পেয়ে সেন্টমার্টিন দ্বীপের মানুষ স্বস্তি বোধ করছেন।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন জানান, মিয়ানমারের রাখাইনে চলমান সংঘাত ও সেন্টমার্টিন রুটে নৌ যানের উপর মিয়ানমার থেকে তিন দফায় গুলি বর্ষণের ঘটনায় ওই রুটে নৌ যান চলাচল বন্ধ হয়। যার কারণে দ্বীপের ১০ হাজার বাসিন্দাদের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য সংকট দেখা দেয়।

বুধবার জেলা প্রশাসনের বিশেষ সভায় বিকল্প পথে সেন্টমার্টিনে যাতায়াতের সিদ্ধান্ত নেওয়া হয়। এ সিদ্ধান্তে বৃহস্পতিবার বঙ্গোপসাগরের সাবরাং মুন্ডার ডেইল উপকূল ব্যবহার করে সীমিত পরিসরে যাত্রীবাহী ট্রলার চলাচল শুরু করা হয়েছে। শুক্রবার থেকে খাদ্যপণ্য নিয়ে পাঠানো হয় কক্সবাজার শহরের বিআইডব্লিউটিএ ঘাট থেকে ‘এমভি বার আউলিয়া’ নামে একটি জাহাজে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

চাল বিতরণ সরকারি সহায়তা সেন্টমার্টিন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর