বন্ড ইস্যু করে ৫০০ কোটি টাকা সংগ্রহ করবে ট্রাস্ট ব্যাংক
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ১৬:৫১ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৬:৫৬
১৫ জুন ২০২৪ ১৬:৫১ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৬:৫৬
ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ব্যাংক লিমিটেড সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি পুঁজিবাজার থেকে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে। ব্যাংকটির মূলধনভিত্তি শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করা হবে।
বৃহস্পতিবার (১৩ জুন) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ট্রাস্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুসারে, আলোচিত বন্ডটি হবে একটি সাব-অর্ডিনেটেড বন্ড। এটি হবে অরূপান্তরযোগ্য। মেয়াদ শেষে এই বন্ডের সম্পূর্ণ অবসায়ন ঘটবে। বন্ডটির বিপরীতে কোনো জামানত রাখা হবে না। বাংলাদেশ ব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যুর সিদ্ধান্ত কার্যকর হবে।
সারাবাংলা/জিএস/একে