Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের ছুটিতে শনি ও রোববার যে সব এলাকায় ব্যাংক খোলা

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ১৬:৪৩ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৭:৫৫

ঢাকা: কোরবা‌নির পশু কেনার জন‌্য লেনদেনের সু‌বিধার্থে পবিত্র ঈদুল আজহার ছুটিতেও রাজধানীর দুই সি‌টি ও চট্টগ্রাম সি‌টি কর‌পো‌রেশন এবং নাটোরের সিংড়া পশুর হা‌ট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ সব শাখায় ব্যাংকিং কার্যক্রম রাত ১০টা পর্যন্ত পরিচালনা করতে বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী— শ‌নিবার ( ১৫ জুন) ও রোববার (১৬ জুন) ঈদ ও সরকারি ছুটির দিনেও সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধা‌রিত এলাকায় হাট সংলগ্ন ব্যাংকের শাখা ও উপশাখা খোলা থাকবে। ব্যবসায়ীদের ব্যাং‌কিং লেনদেনের সু‌বিধার্থে এ নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রণ সংস্থা।

বিজ্ঞাপন

এর আগে, গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ‘ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ’ এ সংক্রান্ত সার্কুলার জা‌রি করে বা‌ণি‌জ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠায়। নির্দেশনায় আসন্ন ঈদুল আজহায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ঢাকা উত্তর সিটি করপোরেশন, চট্টগ্রাম সিটি করপোরেশন ও নাটোরের সিংড়া পৌরসভার কোরবানির পশুর হাটের (স্থায়ী ও অস্থায়ী) নিকটবর্তী ব্যাংক শাখা, উপশাখা স্বীয় বিবেচনায় নির্বাচন করে বিশেষ ব্যবস্থায় ১৪ জুন থেকে ঈদের আগের দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে বলা হয়।

প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে কোরবানির পশুর হাটে অস্থায়ী বুথ স্থাপন করতেও বলা হয় নির্দেশনায়। পাশাপাশি সংশ্লিষ্ট শাখা, উপশাখা ও বুথগুলোতে অতিরিক্ত সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি মোতাবেক ভাতা প্রদান করার নির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একে

টপ নিউজ ঢাকা সিটি করপোরেশন পশুরহাট বাংলাদেশ ব্যাংক ব্যাংক খোলা লেনদেন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর