বনানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ জুন ২০২৪ ১৩:০৮ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৪:১৫
১৫ জুন ২০২৪ ১৩:০৮ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৪:১৫
ঢাকা: রাজধানীর বনানীতে বিনিময় পরিবহণের একটি বাসচাপায় আক্কাস আলী (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে বনানী ২৭ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাহান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। এ সময় বিনিময় পরিবহণের বাসটি ওই মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।
ওসি জানান, নিহতের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতের বয়স ৫০ থেকে ৫৫ এর মধ্যে। মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে পাঠানো হয়েছে।
সারাবাংলা/জেআর/এসএসআর/ইআ