Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্দান্ত মেসিতে জয় দিয়েই কোপার প্রস্তুতি সারল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪ ১০:০৫ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৩:৫৬

গুয়াতেমালার বিপক্ষে জোড়া গোল পেয়েছেন মেসি

কোপা আমেরিকা শুরু হতে বাকি আর মাত্র এক সপ্তাহ। কোপাকে সামনে রেখে অন্য দলগুলোর মতো প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে আর্জেন্টিনাও। ইকুয়েডরের বিপক্ষে জয়ের পর গুয়াতেমালাকেও সহজেই হারিয়েছে কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। লিওনেল মেসির ও লাউতারো মার্টিনেজের জোড়া গোলে ৪-১ গোলের জয় দিয়ে কোপার প্রস্তুতি সারল বিশ্বচ্যাম্পিয়নরা।

ইকুয়েডের বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও গুয়াতেমালার বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন মেসি। ম্যাচের ৪ মিনিটের মাথায় আর্জেন্টিনাকে চমকে দিয়ে এগিয়ে যায় গুয়াতেমালাই। লিসান্দ্রো মার্টিনেজে আত্মঘাতী গোলে পিছিয়ে যায় আর্জেন্টিনা। পিছিয়ে গেলেও অবশ্য কিছু সময়ের মাঝেই দারুণভাবেই ঘুরে দাঁড়িয়েছেন মেসিরা।

বিজ্ঞাপন

১২ মিনিটের মাথায় সমতা ফেরায় আর্জেন্টিনা। গোলরক্ষকের ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল করেন মেসি। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে ব্যবধান দ্বিগুণ করতে পারতেন মেসি। ৩৯ মিনিটে পেনাল্টি পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয়ার্ধের ৬৬ মিনিটে মেসির পাস থেকে লিড আরও বাড়ান লাউতারো মার্টিনেজ। ৭৭ মিনিটে বক্সের ভেতর বল পেয়ে দুর্দান্ত এক চিপে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। শেষ পর্যন্ত ৪-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়েন মেসিরা।

২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়েই কোপা মিশন শুরু করবে আর্জেন্টিনা।

সারাবাংলা/এফএম

আর্জেন্টিনা কোপা আমেরিকা ২০২৪ টপ নিউজ লিওনেল মেসি

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর