Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৩২ বলে ম্যাচ জিতে নিউজিল্যান্ডের সান্ত্বনার জয়

স্পোর্টস ডেস্ক
১৫ জুন ২০২৪ ০৯:৩৬ | আপডেট: ১৫ জুন ২০২৪ ১৩:২৬

প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে আগেই ছিটকে গিয়েছিল নিউজিল্যান্ড। কিউইদের জন্য এখন বিশ্বকাপের ম্যাচ তাই শুধুই নিয়ম রক্ষার। উগান্ডার বিপক্ষে তৃতীয় ম্যাচে বড় জয় দিয়েই এবারের বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল নিউজিল্যান্ড। উগান্ডাকে মাত্র ৪০ রানে গুটিয়ে দিয়ে ব্যাটিংয়ে নেমে ৩২ বলেই ম্যাচ জিতেছে কিউইরা।

নিউজিল্যান্ডের সামনে টার্গেট ছিল মাত্র ৪১। এই লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি সময় লাগায়নি নিউজিল্যান্ড। এক উইকেট হারিয়ে ৫ ওভার ২ বলেই লক্ষ্য ছুঁয়ে পেলে নিউজিল্যান্ড। ১৫ বলে ২২ রান করে অপরাজিত ছিলেন ডেভন কনওয়ে।

বিজ্ঞাপন

দিনের শুরুতে বোলিংয়ে নেমে প্রথম ওভারেই জোড়া আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি উগান্ডা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে তারা। ২৬ রানে ৭ উইকেট হারিয়ে সর্বনিম্ন রানের লজ্জার রেকর্ডের খুব কাছে চলে গিয়েছিলেন তারা।

সেই অবস্থায় ওয়াইসার ১১ রান দলকে লজ্জার হাত থেকে রক্ষা করে। পুরো ব্যাটিং লাইনআপে তিনিই একমাত্র ব্যাটার হিসেবে দুই অংক ছুঁয়েছেন তিনি। শেষ পর্যন্ত ৪০ রানে থামে উগান্ডার ইনিংস। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বনিম্ন স্কোর।

নিউজিল্যান্ডের হয়ে ৪ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার টিম সাউদি। দুটি করে উইকেট নিয়েছেন বোল্ট, স্যান্টনার ও রাচিন।

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর