ইতিহাস গড়ে সুপার এইটে যুক্তরাষ্ট্র, পাকিস্তানের বিদায়
স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২৪ ২৩:৩৩
১৪ জুন ২০২৪ ২৩:৩৩
সুপার এইটে যাওয়ার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচের দিকেই তাকিয়ে ছিল পাকিস্তান। ফ্লোরিডায় যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচে যুক্তরাষ্ট্র জিতলে কিংবা এক পয়েন্ট পেলেই বেজে যেত পাকিস্তানের বিদায় ঘন্টা। শেষ পর্যন্ত বৃষ্টির কারণে ভেস্তে গেছে এই ম্যাচ। আর এতেই গ্রুপ এ থেকে ভারতের পর দ্বিতীয় দল হিসেবে সুপার এইট নিশ্চিত করল যুক্তরাষ্ট্র। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই পরের রাউন্ডে গিয়ে ইতিহাস গড়লেন স্বাগতিকরা। তাদের এক পয়েন্ট পাওয়ায় গ্রুপ পর্ব থেকেই বিদায় নিল পাকিস্তান।
ম্যাচের ভেন্যুতে আজ সকাল থেকেই ছিল বৃষ্টি। ভেজা আউটফিল্ডের কারণে টসও হয়নি। প্রায় ৪ ঘণ্টা দফায় দফায় মাঠ পরিদর্শনের পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন আম্পায়ার। আর এতেই সুপার এইট নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে এক ম্যাচ বাকি থাকতেই বিদায় নিশ্চিত হয়েছে পাকিস্তানের।
সারাবাংলা/এফএম