Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাভার্ডভ্যানের চাপায় আরোহী নিহত, রিকশাচালক আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ১৯:২৪

নরসিংদী: নরসিংদীতে কাভার্ডভ্যানের চাপায় নাইম মিয়া (২৮) নামের এক ব্যাটারিচালিত রিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রিকশাচালক। শুক্রবার (১৪ জুন) বিকালে সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া মহল্লার আনিস মিয়ার ছেলে ও পেশায় খুচরা কাপড় বিক্রেতা ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাধবদী থেকে গজ ও প্রিন্ট কাপড় নিয়ে বিক্রির জন্য পলাশের ঘোড়াশাল ভ্রাম্যমাণ কাপড়ের বাজারে যাচ্ছিলেন নাইম মিয়া। তাকে বহনকারী রিকশাটি পাকিজা গ্রুপের মমটেক্সের গেটে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি কাভার্ডভ্যান অপর একটি গাড়িকে পাশ কাটিয়ে সামনে আসার সময় রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী কাপড় ব্যবসায়ী নাইম মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হয় রিকশাচালক।

স্থানীয়রা আহত অজ্ঞাতনামা চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এসময় ৩০ মিনিট সড়কে যান চলাচল বন্ধ থাকে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস বাহিনী ও মাধবদী থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করাসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

সারাবাংলা/এমও

কাভার্ডভ্যানের চাপা নরসিংদী রিকশাচালক

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর