Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দোকানের গুদাম থেকে মালিকের লাশ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ১৭:২১

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ৩৫ বছর বয়সী এক দোকানির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) দুপুরে নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি দোকানের গুদাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

মৃত আবু মোতালেব (৩৫) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা বাসিন্দা। তিনি পরিবার নিয়ে হালিশহর এলাকার জাহানারা ম্যানশন নামে একটি ভবনে থাকতেন।

হালিশহর থানার উপ পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম সারাবাংলাকে বলেন, ‘দুপুরে ৯৯৯ এ কল পেয়ে আমরা ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি। দুই থেকে তিনদিন আগেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছি। লাশের শরীরে একটু পচন ধরেছে।’

যেখান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে সেটা ছিল দোকানের গোডাউন। মোতালেব সে দোকানের মালিক। তার শরীরে তেমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নতদন্তের জন্য তার লাশ একটু আগেই চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে, বলেও জানান এসআই সাইফুল।

সারাবাংলা/আইসি/এমও

দোকানের গুদাম মালিকের লাশ লাশ উদ্ধার

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর