Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উত্তরের মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও নেই ভোগান্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ১৭:১৬ | আপডেট: ১৪ জুন ২০২৪ ২৩:০৫

সিরাজগঞ্জ: ঈদুল আজহাকে সামনে রেখে নাড়ির টানে প্রিয়জনদের কাছে ঘরে ফিরতে শুরু করেছেন মানুষ। যার ফলে গতকাল রাত থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। তবে গাড়ির চাপ বাড়লেও এই মহাসড়কের কোথাও কোনও ধীরগতি বা যানজটের মতো অবস্থার সৃষ্টি হয়নি।

শুক্রবার (১৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়কের প্রায় ৪৫ কিলোমিটার এলাকা ঘুরে দেখা যায়, অন্য সময়ের চেয়ে যানবাহন বেড়েছে কয়েকগুণ। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তি নেই যাত্রী ও চালকদের।

বিজ্ঞাপন

মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে তৎপর রয়েছে পুলিশ।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ওয়াদুদ বলেন, ‘আমরা ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের ভোগান্তি এড়াতে ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সচেষ্ট রয়েছি। হাইওয়ে পুলিশের পক্ষ থেকে এই মহাসড়কে প্রায় ২০০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন দিয়ে মহাসড়ক মনিটরিং ছাড়াও পেট্রোল টিমের পাশাপাশি রয়েছে কুইক রেসপন্স টিম, অ্যাম্বুলেন্স, রেকারসহ বিভিন্ন ব্যবস্থা।’

তিনি আরও বলেন, ‘গতকাল রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। তবে মহাসড়কের কোথাও ভোগান্তি নেই। সব গাড়ি একদম নির্বিঘ্নে চলাচল করছে। আমরা ধারণা করছি রাতে মহাসড়কে যানবাহনের চাপ আরও বাড়তে পারে, তবে আমরাও সেভাবেই প্রস্তুতি নিয়ে কাজ করে যাচ্ছি।’

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মো. জাফর উল্লাহ রুবেল বলেন, ‘ধীরে ধীরে মহাসড়কে গাড়ির চাপ বাড়ছে, তবে যান চলাচল একদম স্বাভাবিক। আমরা জেলা পুলিশ ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে প্রায় ৮০০ পুলিশ সদস্য ২৪ ঘণ্টা কাজ করছি। চাপ আরও বাড়লেও সিরাজগঞ্জের মহাসড়কে যানজট সৃষ্টি হবে না বলে আশা করছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/এমও

ঈদযাত্রা উত্তরের মহাসড়ক টপ নিউজ যানবাহনের চাপ

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর