নিরাপত্তা বিশ্লেষক সাবেক সেনা কর্মকর্তা আব্দুর রশীদ আর নেই
১৪ জুন ২০২৪ ১২:৪১ | আপডেট: ১৪ জুন ২০২৪ ১৬:৫১
ঢাকা: নিরাপত্তা বিশ্লেষক ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশীদ মারা গেছেন। দীর্ঘ দিন ধরেই নানা ধরনের শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন তিনি। মাঝে সিঙ্গাপুর থেকেও চিকিৎসা নিয়ে এসেছিলেন। তার বয়স হয়েছিল ৭০ বছর।
শুক্রবার (১৪ জুন) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত দুমাস ধরে এই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন তিনি।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুক্রবার বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে আব্দুর রশীদের জানাজা হবে। আর্মি কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
আব্দুর রশীদ সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর নিয়মিত পত্রপত্রিকায় কলাম লিখতেন তিনি, বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক-শো’তে তিনি ছিলেন নিয়মিত মুখ। অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব কমিটির চেয়ারম্যান ছিলেন তিনি।
অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তার মৃত্যুতে অরুনিমা রিসোর্ট গলফ ক্লাব শোক জানিয়েছে। ক্লাবের কর্মকর্তারা জানান, বছরের শুরুর দিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েছিলেন আব্দুর রশীদ। চিকিৎসা নিয়ে দেশ ফেরার পর ফের তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।
সারাবাংলা/এসবি/টিআর