Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুক্রবারের সকালে কালিহাতীতে দুই দুর্ঘটনায় ৩ প্রাণহানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৪ ১১:৩৫ | আপডেট: ১৪ জুন ২০২৪ ১২:৩৬

টাঙ্গাইল: টাঙ্গাইলের কালিহাতীতে একটি গরুবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ির সংঘর্ষে গাড়ির চালকসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন। অন্যদিকে আরেক ট্রাক ও একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত হয়েছেন আরও একজন। এ সময় আরও একজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ জুন) ভোরে কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় বঙ্গবন্ধু টেক্সটাইলের কলেজের সামনে ট্রাক ও ব্যক্তিগত গাড়ির মধ্যেকার দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ট্রাক-বাসের দুর্ঘটনাটি ঘটে সকাল ৮টার দিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কুলি নামক স্থানে।

বিজ্ঞাপন

দুটি দুর্ঘটনায় হতাহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ভোরের দুর্ঘটনায় একজন গাড়ির চালক ছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে।

এলেঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান বলেন, মাঝ রাতের কোনো এক সময় কালিহাতী উপজেলার বাগুটিয়া এলাকায় একটি গরু বোঝাই ট্রাকের সঙ্গে একটি প্রাইভেট কারের সংঘর্ষ ঘটে। দুর্ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক ছয়জনের মধ্যে দুজনকে মৃত ঘোষণা করেন।

দ্বিতীয় দুর্ঘটনার তথ্য জানিয়ে ওসি বলেন, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীর কুলি নামক স্থানে সকাল ৮টার দিকে সিমেন্ট ভর্তি একটি ট্রাকের সঙ্গে ওই যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটলে একজন নিহত হয়েছেন।

সারাবাংলা/টিআর

টাঙ্গাইল ট্রাক-বাস সংঘর্ষ দুর্ঘটনায় নিহত সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

কুরস্কে ইউক্রেনের নতুন হামলা
৬ জানুয়ারি ২০২৫ ১১:৪৯

আরো

সম্পর্কিত খবর