রিশাদই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে: সাকিব
১৪ জুন ২০২৪ ০৮:০০ | আপডেট: ১৪ জুন ২০২৪ ১২:৫৪
সুপার এইটের পথে এগিয়ে যেতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। সাকিব আল হাসানের ফর্মে ফেরার দিনে ২৫ রানের দারুণ এক জয়ে পরের রাউন্ডে এক পা দিয়ে রাখল বাংলাদেশ। দলের জয়ে অন্যতম ভূমিকা রেখেছেন স্পিনার রিশাদ হোসেন। ম্যাচ সেরা সাকিব সংবাদ সম্মেলনে বলেছেন, রিশাদের জোড়া আঘাতেই ঘুরে গেছে ম্যাচের মোড়।
৩৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সেরা বোলার রিশাদ। ম্যাচের ১৫তম ওভারে দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফেরান রিশাদ। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ডাচরা।
সাকিব বলছেন, রিশাদের ওই ওভারেই ঘুরে গেছে ম্যাচের মোড়, ‘ওই মুহূর্তে যে কেউ ম্যাচ জিততে পারত। ওই জুটি আরও ২-৩ ওভার ব্যাটিং করলে আমরা বিপদে পড়তাম। আসলে টি-২০ ম্যাচ এমনই হয়। রিশাদ ওই ওভারে যেভাবে বোলিং করেছে, দুটি উইকেট নিয়েছে, সেটাই আসলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। এরপর আমরা নেদারল্যান্ডসকে এগিয়ে যেতে দেইনি।’
৬০৯ দিন পর টি-২০ তে হাফ সেঞ্চুরি পেয়েছেন সাকিব। তার দুর্দান্ত এক ইনিংসেই ১৫৯ রানের পুঁজি পায় বাংলাদেশ। তবে সাকিব বলছেন, এই পুঁজি নিয়ে ম্যাচ জেতা সহজ ছিল না, ‘কেউই জানত না ভালো টার্গেট কত হবে। এজন্য টসে জিতে তারা বোলিং নিয়েছে, আমরাও সেটাই করতাম। আমরা উইকেট ভালোভাবে বুঝতে পেরেছি। শুরুতে ব্যাটিং করা সহজ ছিল না। বল পুরনো হলে রান তোলা সহজ হয়ে গিয়েছে। দ্বিতীয়ভাগে আমাদের বোলাররা দুর্দান্ত বোলিং করেছে। বিশেষ করে রিশাদ ও মোস্তাফিজের ওই চার ওভার দারুণ ছিল। শেষ ৮ ওভারে ৪-৫ উইকেট তুলে নিয়েছেন তারা। এটাই ম্যাচের মোমেন্টাম বদলে দিয়েছে।’
সারাবাংলা/এফএম