Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার দুই সিটিতে কোরবানির পশুর হাট শুরু, এবার বসেছে ২০টি

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ২৩:৩৫ | আপডেট: ১৪ জুন ২০২৪ ১২:১৯

ঢাকা: দুই সিটি করপোরেশন মিলিয়ে এবার ঢাকায় বসেছে ২০টি কুরবানির পশুর হাট। বৃহস্পতিবার (১৩ জুন) থেকে শুরু হয়েছে পশু বিক্রি। দক্ষিণ সিটি করপোরেশনের এলাকায় স্থায়ী ও অস্থায়ী মিলে ১১টি এবং উত্তরে ৯টি হাট বসেছে। তবে কয়েকদিন আগে থেকেই হাটে পশু আসা শুরু হয়েছে। অবশ্য গতকাল বুধবার (১২ জুন) ঢাকার অনেক অলিগলিতেও অস্থায়ীভাবে পশু বিক্রি করতে দেখা গেছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের হাটগুলো হলো— খিলগাঁও রেলগেইট মৈত্রী সংঘ ক্লাবসংলগ্ন আশপাশের খালি জায়গা, হাজারীবাগের ইনস্টিটিউট অব লেদার টেকনোলজি মাঠ, পোস্তগোলা শ্মশানঘাট পাশের খালি জায়গা, বনশ্রীর মেরাদিয়া বাজারের পাশের খালি জায়গা, লিটল ফ্রেন্ডস ক্লাব ও কমলাপুর স্টেডিয়ামের পাশের খালি জায়গা, দনিয়া কলেজের আশপাশের খালি জায়গা, ধোলাইখাল ট্রাক টার্মিনালের পাশের খালি জায়গা, আমুলিয়া মডেল টাউন, রহমতগঞ্জ ক্লাব সংলগ্ন আশপাশের খালি জায়গা, শ্যামপুর-কদমতলী ট্রাক স্ট্যান্ডের পাশের খালি জায়গা এবং ডেমরার সারুলিয়ায় সিটি করপোরেশনের স্থায়ী হাট।

বিজ্ঞাপন

ঢাকা উত্তর সিটির মধ্যে সবচেয়ে বড়টি হলো— গাবতলী হাট। পাশাপাশি আগের মত থাকছে অস্থায়ী হাট। অস্থায়ী হাটগুলো হল- উত্তরা দিয়াবাড়ীর ১৬ ও ১৮ নম্বর সেক্টরের পাশের খালি জায়গা, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের পাশের খালি জায়গা, মস্তুল চেকপোস্ট এলাকা, মিরপুর ৬ নম্বর সেকশনের ইস্টার্ন হাউজিংয়ের খালি জায়গা, ভাটারার সুতিভোলা খালের কাছের খোলা জায়গা, মোহাম্মদপুরের বছিলায় ৪০ ফুট সড়কের পাশের খালি জায়গা, ভাটুলিয়া সাহেব আলী মাদ্রাসা থেকে রানাভোলা স্লুইচগেট পর্যন্ত খালি জায়গা ও দক্ষিণখানের জামুন এলাকার খালি জায়গা।

বিজ্ঞাপন

এদিকে কোরবানির পশুর বর্জ্য ও অস্থায়ী পশুর হাটের বর্জ্য দ্রুততম সময়ে সরিয়ে নিতে সিটি করপোরেশনের কর্মকর্তা এবং হাটের ইজারাদারদের সঙ্গে মঙ্গলবার সভা করেন দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, কোরবানির পশুর হাটগুলো প্রস্তুত। এবার হাটের বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও তৎপর দক্ষিণ সিটি করপোরেশন।

‘বিগত বছরগুলোর অভিজ্ঞতায় এবার আমরা নতুন কর্মপরিকল্পনা নিয়েছি। এবার আপনাদেরকে আর হাটের বর্জ্য নিয়ে চিন্তা করতে হবে না। আপনারা শুধু ওয়ার্ডভিত্তিক বর্জ্য অপসারণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করবেন। প্রতিটি হাটের জন্য আমরা আলাদা আলাদা জনবল ও যান-যন্ত্রপাতি নিশ্চিত করেছি।’

এদিকে ডিএনসিসির ৯টি পশুর হাটের মধ্যে এবার ৬টিতে ডিজিটাল লেনদেনের ব্যবস্থা করা হয়েছে। এ জন্য ৬টি ব্যাংক দায়িত্ব পালন করছে। এর মধ্যে গাবতলী হাটে ইসলামী ব্যাংক, মোহাম্মদপুরের বছিলায় সিটি ব্যাংক, আফতাব নগরে মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, ভাটারায় ব্যাংক এশিয়া, কাওলায় ইস্টার্ন ব্যাংক এবং উত্তরা ১৭ নম্বর সেক্টরের হাটে ব্র্যাক ব্যাংক লিমিটেড কার্যক্রম পরিচালনা করবে।

সারাবাংলা/আরএফ/একে

কোরবানির পশুর হাট টপ নিউজ দুই সিটি করপোরেশন

বিজ্ঞাপন

রিশাদ-জাহানদাদে কুপোকাত সিলেট
৭ জানুয়ারি ২০২৫ ২০:২১

আরো

সম্পর্কিত খবর