Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইআইজিএবির সভাপতি আমিনুল হাকিম, মহাসচিব আহমেদ জুনায়েদ

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ২৩:২৩

ঢাকা: আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে অ্যাসোসিয়েশন বাংলাদেশের (আইআইজিএবি) ২০২৪-২০২৬ মেয়াদের নতুন নির্বাহী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল হাকিম। মহাসচিব নির্বাচিত হয়েছেন আহমেদ জুনায়েদ।

সম্প্রতি অনুষ্ঠিত এ নির্বাচনে ইন্টারনেট ও টেলিযোগাযোগ খাতের বিশিষ্ট পেশাজীবীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

২০২৪-২৬ মেয়াদের নির্বাহী কমিটির ১১ জন সদস্য হলেন সভাপতি আমিনুল হাকিম (বিডি হাব লিমিটেড), মহাসচিব আহমেদ জুনায়েদ (লেভেল থ্রি ক্যারিয়ার লিমিটেড), জ্যেষ্ঠ সহ-সভাপতি মোহাম্মদ সালাম (স্কাই টেল কমিউনিকেশন লিমিটেড), সহ-সভাপতি মইনুল হক সিদ্দিকী (ফাইবার এট হোম গ্লোবাল লিমিটেড), সহ-সভাপতি সাইফুল সিদ্দিকি (পিয়ারএক্স নেটওয়ার্ক লিমিটেড), যুগ্ম সম্পাদক মক্তবুর রহমান (ইন্ট্রাগ্লোব কমিউনিকেশনস লিমিটেড), কোষাধ্যক্ষ জিয়াউল হক (এডিএন ইন্টারন্যাশনাল গেটওয়ে লিমিটেড) এবং পরিচালক খালিদ হাসান (স্টারট্রেক টেলিকম লিমিটেড), মো. হাসিবুর রশিদ (নভোকম লিমিটেড), মো. খালিদ রায়হান (সামিট কমিউনিকেশনস লিমিটেড) ও সারাফাতউল্লাহ জাহিদ (ম্যাঙ্গো টেলিসার্ভিসেস লিমিটেড)।

নবনির্বাচিত কমিটি ইন্ডাস্ট্রির মূল চ্যালেঞ্জগুলো মোকাবিলা, অনুকূল নীতির জন্য সমর্থন করা এবং জাতীয় ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সহযোগিতা বাড়ানোর জন্য প্রস্তুত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। তাদের এজেন্ডার মধ্যে রয়েছে ইন্টারনেট অবকাঠামোর উন্নয়ন, সাইবার সিকিউরিটির প্রচার এবং সব নাগরিকের জন্য সাশ্রয়ী ও নির্ভরযোগ্য ইন্টারনেট সেবা নিশ্চিত করা।

বিজ্ঞাপন

আইআইজিএবি-এর নবনির্বাচিত সভাপতি আমিনুল হাকিম বলেন ‘আমরা বাংলাদেশের একটি শক্তিশালী এবং উদ্ভাবনী ইন্টারনেট ইকোসিস্টেম গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের ফোকাস থাকবে প্রযুক্তিগত অগ্রগতির সুবিধা নেওয়া, নীতিমালা সংস্কার চালানো এবং আমাদের ডিজিটাল সমাজের পরিবর্তনশীল চাহিদা পূরণের জন্য ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার দিকে।’

আইআইজিএবি, বাংলাদেশের ইন্টারনেট গেটওয়ে অপারেটরদের প্রতিনিধিত্বকারী সংস্থা হিসেবে, ইন্টারনেট সংযোগ এবং ডিজিটাল রূপান্তরের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিভিন্ন পটভূমি এবং দক্ষতার সঙ্গে নতুন ইসি সদস্যরা সমিতির কৌশলগত লক্ষ্য অর্জনে নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত।

সারাবাংলা/ইএইচটি/একে

আইআইজিএবি আমিনুল হাকিম ইন্টারনেট টেলিকমিউনিকেশন

বিজ্ঞাপন

চলে গেলেন প্রবীর মিত্র
৫ জানুয়ারি ২০২৫ ২৩:৪২

আরো

সম্পর্কিত খবর