Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিআরটিএর অভিযান, বাড়তি ভাড়া ফেরত পেলেন যাত্রীরা

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ২৩:০৭

চট্টগ্রাম ব্যুরো: ঈদযাত্রায় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। এ সময়

বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যায় নগরীর একে খান ও অলঙ্কার মোড়ে বিভিন্ন কাউন্টার ও বাসে মনিটরিং টিম এ অভিযান পরিচালনা করা হয়। বিআরটিএ, সিএমপির ট্রাফিক বিভাগ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে চট্টগ্রামে এ মনিটরিং টিম গঠন করা হয়।

মনিটরিং টিমের আহ্বায়ক ও নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক উত্তর) কীর্তিমান চাকমা সারাবাংলাকে বলেন, ‘প্রতিবছর ঈদে বাড়ি যাওয়ার সময় বাস কাউন্টারগুলোতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ থাকে। তাই বাড়তি ভাড়া যাতে কাউন্টারগুলো আদায় করতে না পারে সেজন্য বিআরটিএ থেকে একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘শুক্রবার থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। আজ (বৃহস্পতিবার) শেষ কর্মদিবস ছিল। প্রিয়জনের সঙ্গে ঈদ কাটাতে মানুষ আস্তে আস্তে শহর ছাড়তে শুরু করেছে। তাই আন্তঃজেলা বাসগুলোতে বিকেলের পর যাত্রীর চাপ বেড়েছে।’

পুলিশ কর্মকর্তা কীর্তিমান বলেন, ‘কোথাও বাড়তি ভাড়া নিচ্ছে কি না এটা দেখতে আমরা নগরীর অলঙ্কার ও একে খান মোড়ে বেশ কয়েকটি কাউন্টারে অভিযান চালিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। বিপুল পরিবহন নামে চট্টগ্রাম থেকে নওঁগা-বগুড়াগামী একটি বাসে ২০০ টাকা বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়।’

তিনি বলেন, ‘আমরা সঙ্গে সঙ্গে যাত্রীদের সে টাকা ফেরত দিতে বলি। ভবিষ্যতে ভাড়া বেশি নিলে তাদের রুট পারমিট বাতিল করার হুঁশিয়ারি দেয়া হয়েছে।’

এ সময় বিআরটিএ চট্টগ্রাম জেলার সহকারী পরিচালক রায়হানা আক্তার উথী, আন্তঃজেলা বাস মালিক সমিতির অর্থ সম্পাদক গোলাম মোস্তফা ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক অলি আহমেদ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আইসি/পিটিএম

অভিযান বিআরটি ভাড়া ফেরত

বিজ্ঞাপন

লন্ডনের পথে খালেদা জিয়া
৭ জানুয়ারি ২০২৫ ২৩:৩৯

আরো

সম্পর্কিত খবর