খেজুর কুড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল ৩ ভাই-বোনের
১৩ জুন ২০২৪ ২১:৫৫ | আপডেট: ১৩ জুন ২০২৪ ২৩:২৪
ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুর উপজেলায় পুকুরে ডুবে আপন দুই ভাই-বোন ও তাদের এক চাচাতো বোনের মৃত্যু হয়েছে। তাদের বয় পাঁচ থেকে সাত বছর। বাড়ির সামনের পুকুর পাড়ে খেজুর কুড়াতে গিয়ে পুকুরে ডুবে যায় তারা।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ফুলপুর উপজেলার রুপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে ঘটেছে মর্মান্তিক এ ঘটনা। মৃত তিনজন হলো— রফিকুল ইসলামের মেয়ে সানিয়া (৭) ও ছেলে মেহেদি (৫) এবং রফিকুলের ভাই মন্নাছ আলীর মেয়ে নুসরাত (৬)।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সানিয়া ও মেহেদি এবং তাদের চাচাতো বোন নুসরাত বিকেলে বাড়ির পাশে পুকুর পাড়ে খেজুর কুড়াতে যায়। দীর্ঘ সময়েও তাদের দেখা না পেয়ে খুঁজতে বের হন পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুরে তাদের দেহ ভেসে থাকতে দেখা যায়। পরে পরিবারের সদস্যরা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর প্রাণহানির ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।
সারাবাংলা/টিআর