Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে ছুরিকাঘাতে খুন, স্বামীর যাবজ্জীবন

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ২০:০৭

চট্টগ্রাম ব্যুরো: স্ত্রীকে ছুরিকাঘাতে খুনের মামলায় স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন চট্টগ্রামের একটি আদালত। একই রায়ে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৩ জুন) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ সরওয়ার আলম এ রায় দেন।

দণ্ডিত সাইফুল ইসলাম (৩৮) মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার দুর্গাপুর ইউনিয়নের জনার্দ্দনপুর গ্রামের বাসিন্দা।

মামলার নথি পর্যালোচনা করে জানা যায়, ২০০৯ সালে নাজমা আক্তার ও সাইফুল ইসলামের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সাইফুল নাজমাকে শারিরীক নির্যাতন করতেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এ জন্য নাজমা প্রায়ই তার বাবার বাড়িতে গিয়ে থাকতেন। ২০১৩ সালের ১৮ জুন রাতে পারিবারিক কলহের জেরে নাজমাকে ছুরিকাঘাত করে খুন করে সাইফুল। সুরতাহালে তার বুকের ডান পাশে ছুরিকাঘাতের জখমের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় নাজমার বড় ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে সাইফুল ও তার বাবা-মাসহ ছয়জনকে আসামি করে জোরারগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্ত শেষে ২০১৪ সালের ১৩ আগস্ট সাইফুল ও তার চাচা হুমায়ুন কবিরকে আসামি করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারি আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে মামলার বিচার শুরু করার আদেশ দেন। ১৪ জনের সাক্ষী নিয়ে আদালত এ রায় দেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত হুমায়ুন কবিরকে বেকুসুর খালাস দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ভূপাল চন্দ্র চৌধুরী সারাবাংলাকে জানান, স্ত্রীকে খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামি সাইফুলকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। একই রায়ে আদালত আসামিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে সাজা পরোয়ানামূলে তাকে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত সাইফুলের চাচা হুমায়ুন কবিরকে বেকুসুর খালাস দেন।

সারাবাংলা/আইসি/পিটিএম

স্ত্রী খুন স্বামীর কারাদণ্ড