টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে নেই পরিবর্তন
১৩ জুন ২০২৪ ২০:৩৩ | আপডেট: ১৩ জুন ২০২৪ ২১:১৭
প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে জয়ের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল বাংলাদেশ। সুপার এইটে ওঠার লড়াইয়ে আজ কিংসটনে নেদারল্যান্ডসের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে ডাচরা।
২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে সুপার এইটের জন্য লড়ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে কোন পরিবর্তন আনেনি বাংলাদেশ। ডাচ একাদশে এসেছে একটি পরিবর্তন। তেজা নিদামানুরুর পরিবর্তে একাদশে ফিরেছেন আরিয়ান দত্ত।
বাংলাদেশ– তানজিদ তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ,জাকের আলি।
নেদারল্যান্ডস-মিচেল লেভিট, ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, সাইব্র্যান্ড এনগেলব্রেচ, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস, আরিয়ান দত্ত, লোগান ভ্যান বিক, টিম প্রিঙ্গেল, পল ভ্যান মেকেরেন, ভিভিয়ান কিংমা।
সারাবাংলা/এফএম