Saturday 04 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ দিন বন্ধ থাকছে মৈত্রী ট্রেন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ জুন ২০২৪ ১৭:২১ | আপডেট: ১৩ জুন ২০২৪ ১৭:২২

ঢাকা: পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচল করা ট্রেন মৈত্রী শুক্রবার (১৪ জুন) থেকে ৫ দিনের জন্য বন্ধ থাকবে। ঈদে ঘরমুখী মানুষের ওপর যেন চাপ না পরে এবং ট্রেনের শিডিউল ঠিক রাখার জন্য এ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত ঢাকা-কোলকাতা রুটে চলাচল করা ট্রেন মৈত্রী, বন্ধন আর মিতালী যাত্রী সেবা বন্ধ রাখবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, মৈত্রী এক্সপ্রেস ও খুলনা-কোলকাতা রুটে চলাচলকারী ট্রেন বন্ধন এক্সপ্রেস চলাচল বন্ধ থাকবে।

পরিকল্পনা অনুযায়ী, আন্তঃদেশীয় মৈত্রী এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২২ জুন (৯ দিন) এবং বন্ধন এক্সপ্রেস ট্রেন ১৪ জুন থেকে ২০ জুন (৫ দিন) পর্যন্ত বন্ধ থাকবে। এর আগে গত ১২ জুন থেকে ৯ দিনের জন্য চলাচল বন্ধ হয়েছে আন্তঃদেশীয় মিতালী এক্সপ্রেসের।

আরও বলা হয়, ঈদুল আজহার দিন বিশেষ ব্যবস্থাপনায় কয়েকটি মেইল এক্সপ্রেস বা বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা করা হবে। তবে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করবে না। ১৪ জুন রাত ১২টার পর থেকে ঈদের পরের দিন সন্ধ্য ৬টা পর্যন্ত কনটেইনার ও জ্বালানি তেলবাহী ট্রেন ছাড়া অন্যান্য সব গুডস ট্রেন চলাচল বন্ধ রাখা হবে।

সারাবাংলা/জেআর/একে

বাংলাদেশ-ভারত মৈত্রী ট্রেন

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর