নিউজিল্যান্ডকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
১৩ জুন ২০২৪ ০৮:২২ | আপডেট: ১৩ জুন ২০২৪ ০৮:২৯
প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বাজেভাবে হেরে বিশ্বকাপ শুরু করেছিল নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তাই জয়ের বিকল্প নেই কিউইদের সামনে। ট্রিনিদাদে টসে জিতে বোলিংয়ে নেমে শুরুতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে নিউজিল্যান্ড । তবে শেষের দিকে শেরফান রাদারফোর্ডের দুর্দান্ত এক হাফ সেঞ্চুরিতে ১৪৯ রানের চালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা একদমই ভালো হয়নি ক্যারিবিয়ানদের। প্রথম ওভারেই জনসন চার্লসকে ফিরিয়ে আঘাত হানেন ট্রেন্ট বোল্ট। সেই শুরু। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে চাপে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। কিউই পেসারদের দাপটে ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজ টপ অর্ডার। মাত্র ৫৮ রানে ৬ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে তারা। অল্প রানেই অলআউট হওয়ার দ্বারপ্রান্তে ছিলেন তারা।
দলের এমন অবস্থায় হাল ধরেন রাদারফোর্ড। রাসেল-আকিলদের সাথে নিয়ে দারুণ এক পাল্টা লড়াই উপহার দিয়েছেন তিনি। আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিউই বোলারদের উপর চড়াও হয়ে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরিও। শেষ পর্যন্ত ২ চার ও ৬ ছক্কায় ৩৯ বলে ৬৮ রানে অপরাজিত থাকেন তিনি।
রাদারফোর্ড বীরত্বেই ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ১৬ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার বোল্ট।
বিস্তারিত আসছে…
সারাবাংলা/এফএম