Thursday 23 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোরবানির পশু কিনতে গিয়ে ভটভটির ধাক্কায় এনজিও কর্মকর্তা নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ২৩:৪১

জয়পুরহাট: জেলার সদর উপজেলায় শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির ধাক্কায় জহুরুল ইসলাম (৫১) নামের এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। তিনি কোরবানির পশু কিনতে হাটে যাচ্ছিলেন।

বুধবার (১২ জুন) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার বিষ্ণুপুর এলাকার জয়পুরহাট-ধলাহার সড়কে এ দুর্ঘটনা ঘটে। সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত জহুরুল ইসলাম সদর উপজেলার আটঠোকা গ্রামের বাসিন্দা। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা জাকস ফাউন্ডেশনের প্রশিক্ষণ কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

ওসি হুমায়ূন কবির জানান, জহুরুল ইসলাম কোরবানির পশু কেনার উদ্দেশ্যে শালপাড়া গরুর হাটে যাচ্ছিলেন। পথে বিষ্ণুপুর এলাকায় পৌঁছালে শ্যালো ইঞ্জিনচালিত গরু বোঝাই একটি ভটভটি তাকে ধাক্কায় দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সারাবাংলা/পিটিএম

ধাক্কা ভটভটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর