Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডাচদের হারিয়ে সুপার এইটের পথে এগিয়ে যাবে বাংলাদেশ?

স্পোর্টস ডেস্ক
১৩ জুন ২০২৪ ১১:০২

প্রস্তুতি পর্ব ভালো না হলেও টি-২০ বিশ্বকাপের শুরুটা জয় দিয়েই করেছিল বাংলাদেশ। শ্রীলংকার বিপক্ষে রোমাঞ্চকর এক জয়ের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ ওভারে হারে হৃদয়ভঙ্গ হয়েছে বাংলাদেশের। বিশ্বকাপের নিজেদের তৃতীয় ম্যাচে আজ রাত ৮.৩০ মিনিটে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনের এই ম্যাচে জিতলে সুপার এইটের পথে অনেকটাই এগিয়ে যাবেন শান্তরা। বাংলাদেশ কি পারবে প্রোটিয়াদের বিপক্ষে হারের হতাশা থেকে ঘুরে দাঁড়াতে?

বিজ্ঞাপন

পরিসংখ্যান

টি-২০ ফরম্যাটে নেদারল্যান্ডসের সাথে বাংলাদেশের রেকর্ডটা দারুণ। দুই দল এই ফরম্যাটে মুখোমুখি হয়েছে ৪ বার। প্রতিবারই শেষ হাসি হেসেছে বাংলাদেশ। তবে সবশেষ দেখায় ওয়ানডে বিশ্বকাপে ডাচদের কাছে অপ্রত্যাশিতভাবে হেরেছিল বাংলাদেশ।

পিচ ও কন্ডিশন

কিংসটনের আর্নোস ভেলে গত দশ বছরে হয়নি কোন ম্যাচ। আন্তর্জাতিক ম্যাচ তো বটেই, এই ভেন্যুতে হয়নি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচও। পিচ তাই কেমন আচরণ করবে সেটা নিয়েও আছে শঙ্কা। এই ভেন্যুতে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলেছিল বাংলাদেশ। সেই দলের একমাত্র সদস্য হিসেবে এবারের বিশ্বকাপে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

কিংসটনে ম্যাচের দিন সকালে রয়েছে কিছুটা বৃষ্টির সম্ভাবনা। তবে ম্যাচের সময় তেমন কোন বৃষ্টির পূর্বাভাস নেই। পিচের আচরণ নিয়ে নিশ্চিত না থাকায় টসে জিতে দুই অধিনায়ক বোলিংই নিতে চাইবেন।

দলের খবর 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাদ পড়েছিলেন সৌম্য সরকার, দলে এসেছিলেন জাকের আলি। তবে সেই ম্যাচে ভালো কিছু করতে পারেননি জাকের। নেদারল্যান্ডসের বিপক্ষে তাই একাদশে আবারও পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। দলে দেখা যেতে পারে মাহেদি হাসান অথবা সৌম্যকে, বাদ পড়তে পারেন জাকের। এছাড়া শরিফুল ইসলাম সুস্থ হলেও তাসকিন, তানজিম তামিম ও মোস্তাফিজের পেস আক্রমণ জুটি ভাঙবে না বাংলাদেশ।

নেদারল্যান্ডস একাদশে কোন পরিবর্তন আশা সম্ভাবনা নেই। আগের ম্যাচের একাদশ নিয়েই তাই বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবেন তারা।

সুপার এইটে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী শান্ত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানটান রোমাঞ্চের ম্যাচটা জিতে গেলে সুপার এইট মোটামুটি নিশ্চিত হয়ে যেত শান্তদের। তবে শ্রীলংকা-নেপাল ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগটা আবারও এসেছে বাংলাদেশের সামনে। আজ নেদারল্যান্ডসকে হারাতে পারলেই সুপার এইটে এক পা দিয়ে রাখবে বাংলাদেশ।

বিজ্ঞাপন

বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, ডাচদের হারিয়ে সুপার এইটে খেলার ব্যাপারে আশাবাদী তিনি, ‘আমরা এখানে ভালো ক্রিকেট খেলছি। এবার আমাদের যে দল আছে, আমরা আত্মবিশ্বাসী যে সামর্থ্য অনুযায়ী খেললে আমাদের সুপার এইটে যাওয়া উচিত। আমাদের অবশ্যই জয়ের জন্য ভালো ক্রিকেট খেলতে হবে। আশা করি ভালো একটা ম্যাচ হবে। সবাই খুব ভালো মুডে আছে।’

সম্ভাব্য একাদশ

বাংলাদেশ– তানজিদ তামিম, সৌম্য সরকার/মাহেদি হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক), তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, রিশাদ হোসেন, তানজিম তামিম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।

নেদারল্যান্ডস-মিচেল লেভিট, ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, সাইব্র্যান্ড এনগেলব্রেচ, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস, তেজা নিদামানুরু, লোগান ভ্যান বিক, টিম প্রিঙ্গেল, পল ভ্যান মেকেরেন, ভিভিয়ান কিংমা।

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ বাংলাদেশ-নেদারল্যান্ডস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর