‘বেনজীরের বিষয়ে এমন কোনো তথ্য আসেনি যাতে তাকে দায়ী করতে পারি’
১২ জুন ২০২৪ ১৮:০২ | আপডেট: ১২ জুন ২০২৪ ২০:৪৮
ঢাকা: পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাদের কাছে কখনো এমন কোনো তথ্য আসেনি যার পরিপ্রেক্ষিতে তাকে দায়ী করতে পারি। বুধবার (১২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘তিনি পুলিশ বাহিনীর প্রধান ছিলেন। আমাদের কাছে এমন কিছু আসেনি, এমন কোনো ঘটনা ঘটেনি যে, তাকে আমরা দায়ী করতে পারি। কাগজপত্র সঠিকভাবে আসছে। এখানে কোনো ভুল-ভ্রান্তি থাকলে, তদন্ত হচ্ছে সেখানে দেখবে। যারা তদন্ত করছেন, তারা যদি কিছু প্রমাণ করতে পারেন, তখন সেটা দেখা যাবে।’
পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ কোথায় আছেন সে নিয়েও আলোচনা তুঙ্গে। ইতোমধ্যে মধ্যে তার মালিকানাধীন সাভানা রিসোর্ট ও ন্যাচারাল পার্কের নিয়ন্ত্রণ নিয়েছে গোপালগঞ্জের জেলা প্রশাসন। এখন থেকে এই সম্পদের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার দায়িত্ব প্রশাসনই পালন করবে।
এর আগে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে সাবেক আইজিপি বেনজীর আহমেদের সম্পত্তি জব্দের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত।
সারাবাংলা/জেআর/পিটিএম