Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমপি আনার হত্যা তদন্তে কোনো চাপ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১৭:০৭ | আপডেট: ১২ জুন ২০২৪ ২১:৩৭

ঢাকা: কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলা তদন্তে কোনো চাপ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বুধবার (১২ জুন) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন আনোয়ারুল করিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস। দেখা করে কোনো তদবির বা কোনো চাপে পড়ে যাতে তার বাবা হত্যার বিচার থমকে না চায় অথবা বাঁধাগ্রস্ত না হয়, সেজন্য স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

বিজ্ঞাপন

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুমতারিন ফেরদৌস এসে তার আবেগের কথা বলে গেছে। তার বাবা হত্যা হয়েছে, সে তার বাবার হত্যার বিচার চাইবে এটাইতো স্বাভাবিক। সেটাই সে বলছে। তদন্তে কেউ যাতে পার পেয়ে না যায় তিনি সেই অনুরোধ করেছেন। কোনোক্রমেই যেন অপরাধীরা ছাড়া না পায় সে বিষয়টি বলেছেন তিনি।

হত্যা মামলার তদন্ত নিয়ে কোনো চাপ আছে কিনা জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কে চাপ দেবে? আমাদের কোনো চাপ নেই। সঠিক পদ্ধতিতে তদন্ত হচ্ছে। তদন্ত শেষ হলে আমরা বলতে পারব কার উদ্দেশ্য কি ছিল।

সারাবাংলা/জেআর/এনইউ

আনার এমপি টপ নিউজ হত্যা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর