Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫ বছরের মেয়েকে হত্যার পর বাবার আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১৬:২৩ | আপডেট: ১২ জুন ২০২৪ ২১:৩৭

বরিশাল: বরিশালে পাঁচ বছর চার মাস বয়সী রাবেয়া বশরী রোজা নামে এক শিশুকে জবাই করে হত্যার পর বাবার আত্মহত্যার ঘটনা ঘটেছে।

বুধবার (১২ জুন) সকালে নগরীর কাউনিয়া পানির ট্যাংকের পূর্ব পাশের একটি বাসায় এ ঘটনা ঘটে।

কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আরাফাত হাসান এ তথ্য নিশ্চিত করেন।

শিশু রাবেয়া বশরী রোজাকে হত্যার পর নিজের গলায় ধারালো অস্ত্র দিয়ে আত্মহত্যা করেন বাবা মোহাম্মদ নাঈম হাওলাদার (৩৫)। নাঈম উজিরপুর উপজেলার বরাকোঠা এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে। নাঈম বেসরকারি কোম্পানির গাড়ি চালক ছিলেন।

পরিবারের বরাত দিয়ে এসআই আরাফাত হাসান বলেন, চারমাস আগে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয় নাঈমের। গত রাতে ফোন করে স্ত্রী জানিয়েছে সকালে মেয়েকে নিয়ে যাবে। তাই বটি দিয়ে মেয়েকে জবাই করেন তিনি। পরে নিজের গলাকেটে আত্মহত্যা করেছেন। সামনের রুমে বোন থাকলেও তারা বিষয়টি টের পাননি।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সারাবাংলা/ইআ

টপ নিউজ বাবার আত্মহত্যা মেয়েকে হত্যা

বিজ্ঞাপন

শেষ কবে এতটা নিচে ছিলেন কোহলি?
৮ জানুয়ারি ২০২৫ ২০:৪৪

আরো

সম্পর্কিত খবর