Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে পোশাক কারখানার গুদামে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১২:৩৭

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে একটি পোশাক তৈরির কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয় ইউনিট।

বুধবার (১২ জুন) সকালে নগরীর উত্তর কাট্টলীর সিটি গেইটের মোস্তফা হাকিম ডিগ্রি কলেজের পাশে গার্টেক্স গার্মেন্টসে এ ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক সারাবাংলাকে জানান, সকাল ১০টা ২০ মিনিটে সিটি গেইট এলাকায় একটি পোশাক কারখানার গুদামে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার পরপরই কারখানায় থাকা শ্রমিকরা বের হয়ে যায়। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী সারাবাংলাকে বলেন, ‘গার্মেন্টসের ওয়্যার হাউজ থেকে আগুনের সুত্রপাত বলে আমরা জানতে পেরেছি। ওখানে বিভিন্ন কাপড়, ফোমসহ নানা এক্সেসরিজ ছিল। খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে আসি। ফায়ার সার্ভিসের কর্মীরাও এসে আগুন নেভাতে কাজ শুরু করে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ভেতর থেকে এখনও ধোঁয়া বের হচ্ছে।

সারাবাংলা/আইসি/এমও

গুদামে আগুন চট্টগ্রাম টপ নিউজ পোশাক কারখানা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর