Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদে ৮ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর, খোলা ইমিগ্রেশন চেকপোস্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ জুন ২০২৪ ১১:০৪

দিনাজপুর: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে টানা ৮ দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে স্বাভাবিক থাকবে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

আগামী ১৪ জুন শুক্রবার থেকে ২১ জুন শুক্রবার পর্যন্ত এই বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকবে। তবে সরকারি ছুটির দিন ছাড়া আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দরে লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে।

বিজ্ঞাপন

বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত বলেন, ‘ঈদ উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী ১৪ জুন শুক্রবার থেকে ৮দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকবে। ঈদের এই দীর্ঘ ছুটি কাটিয়ে ২২ জুন শনিবার থেকে আবারও দুই দেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য চালু হবে।’

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক বলেন, ‘শুক্রবার থেকে বন্দর দিয়ে ৮দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ থাকলেও লোড-আনলোড কার্যক্রম স্বাভাবিক থাকবে। ব্যবসায়ীরা চাইলে বন্দর থেকে পণ্য খালাস করতে পারবেন। তাদের সবধরনের সহযোগিতা দেওয়া হবে।’

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি শেখ আশরাফুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে ৮ দিন আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। ঈদের দিনেও পাসপোর্ট যাত্রীরা পারাপার হতে পারবেন। ইমিগ্রেশন চেকপোস্ট সব সময় খোলা থাকবে।’

সারাবাংলা/এমও

ইমিগ্রেশন চেকপোস্ট ঈদ টপ নিউজ হিলি স্থলবন্দর

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর