Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাঁচা মরার ম্যাচে কানাডাকে ১০৬ রানে আটকে দিল পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪ ২২:০৮ | আপডেট: ১১ জুন ২০২৪ ২২:১৮

দুর্দান্ত বোলিংয়ে কানাডাকে গুড়িয়ে দিল পাকিস্তান

প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন তারা। কানাডার বিপক্ষে তাই পাকিস্তানের আজ বাঁচা মরার লড়াই। সেই লড়াইয়ে নিয়ইয়র্কে শুরুটা দারুণ করেছে বাবর আজমের দল। টসে জিতে বোলিংয়ে নেমে পেসারদের দাপটে কানাডা মাত্র ১০৬ রানেই বেঁধে ফেলে বড় জয়ের স্বপ্ন দেখছে পাকিস্তান।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে অবশ্য উড়ন্ত শুরুর আভাস দিয়েছিল কানাডা। তৃতীয় ওভারের মাথায় বোলিংয়ে এসে ঢালিওয়ালকে দারুণ এক ডেলিভারিতে বোল্ড করে প্রথম আঘাত হানেন মোহাম্মদ আমির। ৪ রানে ফিরেছেন ঢালিওয়াল। প্রগাত সিংও বেশি করতে পারেননি, ২ রানে ফিরেছেন শাহিনের বলে। ১ রান করে ভুল বোঝাবুঝিতে ইমাদের দারুণ এক থ্রোতে রান আউট হয়ে ফেরেন দলের সেরা ব্যাটার কিরটন। ১০ ওভারে হারিস রউফের জোড়া আঘাতে মোভা ও রবিন্দরপাল ফিরলে ৫৪ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কানাডা।

বিজ্ঞাপন

সতীর্থদের আসা যাওয়ার মাঝে এক প্রান্ত আগলে রেখে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন ওপেনার অ্যারন জনসন। পাকিস্তানের পেসারদের দারুণভাবে সামলেছেন তিনি। ৪ ছক্কা ও ৪ চারে তুলে নেন হাফ সেঞ্চুরিও। তবে এরপর ইনিংসটা আর বড় করতে পারেননি তিনি। ৪৪ বলে ৫২ রান করা জনসনকে বোল্ড করে পাকিস্তান শিবিরে স্বস্তি ফেরান নাসিম শাহ। নাসিমকে এগিয়ে এসে উড়িয়ে মারতে গিয়েই প্যাভিলিয়নে ফিরতে হয়েছে তাঁকে।

শেষের দিকে সাদ জাফরের ১০ ও কালিম সানার অপরাজিত ১৩ রানের সুবাদে ১০০ পেরোয় কানাডার ইনিংস। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১০৬ রানে থামেন তারা। পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আমির ও রউফ।

সারাবাংলা/এফএম

টি-২০ বিশ্বকাপ ২০২৪ পাকিস্তান

বিজ্ঞাপন

৭ বছর পর মা-ছেলের সাক্ষাৎ
৮ জানুয়ারি ২০২৫ ১৬:৩৮

আরো

সম্পর্কিত খবর