Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
১১ জুন ২০২৪ ১৪:৫৪

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর কারওয়ানবাজারে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১জুন) সকাল সাড়ে ৯টার দিকে কারওয়ানবাজারের শুকটি পট্টিতে এ ঘটনা ঘটে।

গুরুত্বর অবস্থায় তেজগাঁ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) এসএম রকিবুল হক বলেন, সকালে ওই লোক কারওয়ানবাজারের শুটকিপট্টির রেললাইন পার হচ্ছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। দেখতে পেয়ে তেজগাঁ থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

তিনি আরও জানান, ওই ব্যাক্তির পরিচয় পাওয়া যায়নি। পরিচয় সনাক্তে সিআইডি ক্রাইমসিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে।

সারাবাংলা/এসএসআর/ইআ

অজ্ঞাত ব্যক্তি ট্রেনের ধাক্কায় মৃত্যু

বিজ্ঞাপন

মুম্বাই যাচ্ছেন শাকিব খান
৮ জানুয়ারি ২০২৫ ২০:৩৫

আরো

সম্পর্কিত খবর