Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এমন আম্পায়ারিং মানতে পারছেন না হৃদয়

স্পোর্টস ডেস্ক
১১ জুন ২০২৪ ০৭:১৬

চরম উত্তেজনা ছড়িয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪ রানে হারতে হয়েছে বাংলাদেশকে। তবে এই হারের সাথে যুক্ত হয়েছে আরেকটি বড় হতাশা। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে আম্পায়ারের সিদ্ধান্তের কারণে ৪টি মহামূল্যবান রান থেকে বঞ্চিত হয়েছিল বাংলাদেশ। শেষ পর্যন্ত ওই ৪ রান না পাওয়াই কাল হলো তাদের। ম্যাচ শেষে তাওহিদ হৃদয় বলছেন, এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে এমন আম্পায়ারিং মানতে পারছে না বাংলাদেশ।

বিজ্ঞাপন

ম্যাচের ১৭তম ওভারের দ্বিতীয় বল। বার্টম্যানের বল মাহমুদউল্লাহর প্যাডে লেগে বাউন্ডারি পার করে। লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরে লাগবে বল, এমনটা মনে হলেও সবাইকে চমকে দিয়ে মাহমুদউল্লাহকে আউট ঘোষণা করেন আম্পায়ার স্যাম নগাসকি। পরে রিভিউ নিয়ে বেঁচে যান রিয়াদ। তবে নিয়ম অনুযায়ী ডেড বল ঘোষণা করা হলে ওই ৪ রান আর পায়নি বাংলাদেশ। শেষ পর্যন্ত এই ৪ রানের আফসোসটাই বড় হয়ে দাঁড়িয়েছে শান্তদের জন্য।

বিজ্ঞাপন

হৃদয় বলছেন, আম্পায়ারের এমন ভুল করা উচিত হয়নি, ‘সত্যি বলতে এটা একদমই ভালো সিদ্ধান্ত ছিল না। ম্যাচটা খুবই টাইট ছিল। আম্পায়ার তো আউট দিয়ে দিলেন। আমাদের জন্য সেটা মেনে নেওয়া খুব কঠিন ছিল। ওই ৪ রান ম্যাচের দৃশ্যপট পাল্টে দিত। আমার আর বেশি কিছু বলা ঠিক হবে না।’

এমন গুরুত্বপূর্ণ মুহূর্তকে মাথায় রেখে আইসিসির নিয়মের পরিবর্তনের আবেদন হৃদয়ের, ‘আইসিসি কি করছে সেটা আমার হাতে নেই। কিন্তু ওই ৪ রান অনেক গুরুত্বপূর্ণ ছিল। আরও ২-৩টা ওয়াইড আমরা পাইনি। এমন ভেন্যুতে খেলা হচ্ছে যেখানে লো স্কোরিং ম্যাচ। এখানে ১-২ রানই অনেক বড় বিষয়। ওই ৪ রান কিংবা ২টা ওয়াইড অনেক ক্লোজ ছিল। আমার আউটও আম্পায়ারর কল ছিল। এই জায়গাগুলোতে উন্নতির জায়গা আছে। আইসিসির নিয়ম তো আমাদের হাতে নেই।নিয়ম নিয়েও তাই কিছু বলার নেই।’

সারাবাংলা/এফএম

টপ নিউজ টি-২০ বিশ্বকাপ ২০২৪ তাওহিদ হৃদয় বাংলাদেশ- দক্ষিণ আফ্রিকা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর